লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্বালানি ডিপো ধ্বংস করে দিয়েছে। এতে গোটা এলাকায় ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। শনিবার (৫ আক্টোবর) গভীররাতে দখলদার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই ভয়াবহ হামলা চালায়। খবর রুশ বার্তা সংস্থা তাসের।
তাসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলি বৈরোত শহরের দক্ষিণ উপকণ্ঠে শিয়া সংগঠন হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা এবং গুদামগুলিতে কমপক্ষে ১৬টি লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। শনিবার রাতে হামলার সময় শহরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে।
লেবাননের সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, বেশ কয়েকটি জায়গায় অস্ত্র ও বিস্ফোরক গুদামে আঘাত হেনেছে ইসরায়েল। বিশেষ করে, রফিক হারিরি বিমানবন্দরের দিকে যাওয়ার হাইওয়েতে শিয়া ইউনিটগুলির একটি পেট্রোল ডিপো ধ্বংস করা হয়।
অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন। আগুন পার্শ্ববর্তী ভবনগুলিতেও ছড়িয়ে পড়তে থাকে। ইসরায়েলি বিমান বাহিনীর বিমান বৈরোতে আবাসিক এলাকাগুলোতেও দফায় দফায় হামলা চালাচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালাচ্ছে।