কুমিল্লায় টাকা পাওয়াকে কেন্দ্র করে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই যুবকের মা বাদি হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতনের শিকার যুবকের নাম বাইজিদ হৃদয়। তিনি সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ফল্ডারপাড় গ্রামের বাসিন্দা।মা বকুল জানান, শনিবার সকালে একই গ্রামের কবির ও তার ভাই জসিম টাকা পাওয়ার অভিযোগ এনে হৃদয়কে মারধর করে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায়। এসময় বাধা দিলে তাকে ও শাশুড়িকে মারধর করা হয়।
তিনি জানান, হৃদয়কে উঠিয়ে নিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে পরের দিন রোববার স্থানীয় জাকির মেম্বারের কাছে রেখে যায়। এদিকে ওই নির্যাতনের ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে হৃদয়কে গাছের সঙ্গে বেঁধে পেটাতে দেখা গেছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, হৃদয়ের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। জড়িতদের শাস্তি হওয়া উচিত।
অপরদিকে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত কবির হোসেন জানান, পাওনা টাকা না দেওয়ার হৃদয়কে মারধর করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভুঁইয়া জানান, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।