ঢাকা | বঙ্গাব্দ

কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ৬৫ বছর উদযাপন

কমনওয়েলথ স্কলারশিপ কমিশন ৬৫ বছর ধরে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • | ০৬ অক্টোবর, ২০২৪
কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ৬৫ বছর উদযাপন কমনওয়েলথ স্কলারশিপ কমিশন

কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের (সিএসসি) ৬৫ বছর পূর্তি উদযাপনে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। ৫ অক্টোবর ঢাকার ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উদ্যোক্তা, উদ্ভাবন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হয় এবং একটি মঞ্চ নাটকও পরিবেশিত হয়।

কমনওয়েলথ স্কলারশিপ কমিশন ৬৫ বছর ধরে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কমিশন শিক্ষা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে সাহায্য করে এবং সম্ভাবনাময় ব্যক্তিদের শনাক্ত করে তাদের উন্নয়নে সহযোগিতা করে। অনুষ্ঠানে উদ্যোক্তা ও কর্মসংস্থান নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করেন। তরুণ প্রজন্মকে ইতিবাচক ঝুঁকি গ্রহণে উৎসাহিত করার কথাও উঠে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী ‘অ্যাক্সেস টু ফাইন্যান্স অ্যান্ড উইমেন্স অন্ট্রাপ্রেনারশিপ ইন বাংলাদেশ’ বিষয়ে গবেষণার ফলাফল তুলে ধরেন। আলোচনায় অংশ নেন তরঙ্গর সিইও কোহিনূর ইয়াসমিন, ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশনের মহাসচিব রাশেদ সুহরাওয়ার্দী, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী।

ড. সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় সেলিম আল দীন এর নাটক ‘স্বর্ণবোয়াল’ মঞ্চায়িত হয়। ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘এই ৬৫ বছরের মাইলফলক বাংলাদেশের কমনওয়েলথ স্কলারদের সাফল্য উদযাপন করার একটি সুযোগ।’ তিনি উল্লেখ করেন, ১৮শ’রও বেশি কমনওয়েলথ স্কলার যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এই অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলারস অ্যান্ড ফেলোস (বিএসিএসএএফ) এই অনুষ্ঠান আয়োজন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।