ঢাকা | বঙ্গাব্দ

আফরান নিশোর ‘অসিয়ত’ কী হচ্ছে?

পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর থেকে শুটিং শুরুর কথা; কিন্তু তা হয়নি। শুটিং আদৌ হবে কি না সেটা নিয়েও শুরু হয়েছে কৌতূহল।
  • | ০৭ অক্টোবর, ২০২৪
আফরান নিশোর ‘অসিয়ত’ কী হচ্ছে? আফরান নিশো।
‘সুড়ঙ্গ’ দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি। বক্স অফিসে ব্যবসা সফলও হয়। তবে প্রথম সিনেমার সাফল্যের পর নতুন কোনো সিনেমায় কাজ করতে দেখা যায়নি নিশোকে। এ নিয়ে অনুরাগীরা যখন একের পর এক প্রশ্ন তোলেন, ঠিক তখনই অনুরাগীদের অপেক্ষার ইতি ঘটিয়ে একটি নয়, এক জোড়া সিনেমার ঘোষণা আসে নিশোর।

জানানো হয়, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন এই অভিনেতা। তবে ওই দুই সিনেমায় নাম ও পরিচালক কারা হবেন, তার কিছুই অফিশিয়ালি জানানো হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রের বরাতে পাওয়া খবর, ওই দুই ছবির একটি ‘অসিয়ত’। যেটি পরিচালনা করবেন কথা নিশোর প্রথম ছবির পরিচালক রায়হান রাফি। সুড়ঙ্গের মতো এই সিনেমাতেও নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। সিনেমাটি নিয়ে চুক্তিও শেষ। শুধু অপেক্ষায় ছিল শুটিং ফ্লোরে যাওয়ার।

পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর থেকে শুটিং শুরুর কথা; কিন্তু তা হয়নি। শুটিং আদৌ হবে কি না সেটা নিয়েও শুরু হয়েছে কৌতূহল। কারণ, পরিচালক রাফি ওটিটি কনটেন্টে ‘ব্ল্যাক মানি’ শুটিং শুরু করছেন শিগগিরই। এরপরই কলকাতার জিৎ ও ঢাকার শরিফুল রাজকে নিয়ে শুরু করবেন ‘লায়ন’ সিনেমার শুটিং; যা ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন তিনি।

তাহলে অসিয়তের খবর কী? প্রশ্ন নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। আলফা আই থেকে সূত্রের বরাতে পাওয়া খবর, আপাতত অসিয়ত নিয়ে নতুন কোনো আপডেট নেই তাদের কাছেও। নির্মাতা রাফিও দুটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তাই আগামীতে অসিয়ত আর হবে কি না সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা সংস্থা।

২০২৫ সালের ঈদুল ফিতর সামনে রেখে যাবতীয় পরিকল্পনা চলছিল ‘অসিয়ত’ সিনেমাটি নির্মাণের। সেটি যে হচ্ছে না, নিশ্চিত। কারণ ঈদুল ফিতরে রাফির ‘লায়ন’ মুক্তি পাবে। ফলে নিশোর কোনো সিনেমা ঈদুল ফিতরে আসবে কি না সে বিষয়ে জানা যায়নি কিছুই। এ বিষয়ে নিশোর সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‘সুড়ঙ্গ’ সিনেমাটির পর থেকে একেবারেই ক্যামেরার সামনে দেখা যায়নি আফরান নিশোকে। অপেক্ষায় থাকা অনুরাগীদের মধ্যে তাকে নিয়ে চলেছে হাজারো জল্পনা-কল্পনা। কিন্তু এ সময়টাতে ছোট পর্দার সুপ্রতিষ্ঠিত এই অভিনেতা প্রস্তুতি নিয়েছেন বড় পর্দার জন্য। এখন তার সব ধ্যান-জ্ঞান চলচ্চিত্রে অভিনয়কে ঘিরে।