ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মারধরের চেষ্টা হয়েছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার বেলা দুইটার পর কড়া পুলিশি পাহারায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। এ সময় আদালত চত্বরে সাবের হোসেন চৌধুরীর শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন একদল লোক। বেলা তিনটার পর যখন সাবের হোসেন চৌধুরীকে পুলিশি পাহারায় হাজতখানা থেকে এজলাসকক্ষে নেওয়া হচ্ছিল, তখন বহিরাগত কয়েকজন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
রিমান্ড মঞ্জুর শেষে সাবের চৌধুরীকে এজলাসকক্ষ থেকে বের করা হলে একদল বহিরাগত সাবের হোসেন চৌধুরীকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। এ সময় পুলিশ যখন তড়িঘড়ি করে সাবের হোসেন চৌধুরীকে হাজতখানার দিকে নিয়ে যায়, তখন এক যুবক তাকে মারধরের চেষ্টা করেন। পুলিশ দ্রুত তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই যুবক আবারও সাবের চৌধুরীকে মারধরের চেষ্টা করেন। তখন পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করতে থাকে। এর মধ্যেই দ্রুতগতিতে সাবের হোসেন চৌধুরীকে হাজতখানার ভেতর নিয়ে যাওয়া হয়।