ঢাকা | বঙ্গাব্দ

ইউটার্ন নেওয়া পিকআপে বাসের ধাক্কা

রাজধানীতে ইউটার্ন নেওয়া একটি পিকআপ ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।
  • | ০৬ মে, ২০২৪
ইউটার্ন নেওয়া পিকআপে বাসের ধাক্কা দুমড়ে মুচড়ে যাওয়া পিকাপ

রাজধানীতে ইউটার্ন নেওয়া একটি পিকআপ ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বেশ কয়েকজন আহত হয়েছেন।


রোববার দিবাগত রাত দুইটার দিকে যাত্রবাড়ীর মাতুয়াইল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পিকআপের চালক বাবুল চিশতি ও সহকারী কবির হোসেন।


যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক আবু সায়েম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্নে একটি পিকআপ ভ্যান মোড় ঘুরছিল। এ সময় তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রীরা কম-বেশি সবাই আহত হয়। আর পিকআপ ভ্যান থাকা চালকসহ দুই জন গুরুতর আহত হয়। 


তিনি আরো বলেন, ঘটনাস্থলে বাসযাত্রী কাউকে না পাওয়া গেলেও পিকআপের চালকসহ দুই জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠাই।


ধারনা করা হচ্ছে, বাসের সবাই নেমে হয়তো আশপাশে কোনো হাসপাতাল যেতে পারে। তবে এখন পর্যন্ত বাসের কারো কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি । 

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মাতুয়াইল থেকে দুই জনকে ঢামেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন পরে মারা যায়। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।