ঢাকা | বঙ্গাব্দ

হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

ইসরায়েলের দাবি, ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিলিবণ্টন করার কাজে যুক্ত ছিলেন কমান্ডার সুহেইল।
  • | ০৮ অক্টোবর, ২০২৪
হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত এ দাবির কোনও প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে একটানা ব্যাপক হামলা চালায় ইসরায়েল। শহরজুড়ে বোমা বিস্ফোরণ ও আলোর ঝলকানি দেখা যায়। সোমবার ইসরায়েলি হামলায় সুহেইল হুসেইন হুসেইনি নামে হিজবুল্লাহর সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী এ কথা জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলের দাবি, ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিলিবণ্টন করার কাজে যুক্ত ছিলেন কমান্ডার সুহেইল। এ ছাড়া হিজবুল্লাহর বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পের বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনার সঙ্গেও যুক্ত ছিলেন সুহেইল। এর মধ্যে হিজবুল্লাহর যুদ্ধ পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।