৫ বছর আগে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলটির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (০৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেজবাহ এবং মো. জাকির হোসেন জুয়েল।
মামলার এজহার থেকে জানা যায়, ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানি দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ১৬ আগস্ট রাজধানীর তেজগাঁও থানার আমলি আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেজবাহ জানান, মিথ্যা অভিযোগে শুধু হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়। আজ মামলাটির চার্জের জন্য দিন ধার্য ছিল। দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিতি না হওয়ায় আদালত আসামিদের খালাস দিয়েছেন।
এর আগে গত ২ অক্টোবর এক যুগ পর গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ২০১২ সালে রাজধানীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানো ও বিস্ফোরক ধারায় এ মামলা করা হয়।