ফ্রান্সের সরকার আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে (৪৩) স্থায়ীভাবে বহিষ্কার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতেইল্যু এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওমর বিন লাদেনকে শিগগিরই ফ্রান্স ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন তিনি ফ্রান্সে প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।
ব্রুনো রেতেইল্যু পোস্টে উল্লেখ করেছেন, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু মন্তব্য সন্ত্রাসবাদকে সমর্থন করে, এসব মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ আসার পর দেশটির আইনশৃঙ্খলা বিভাগ তদন্ত শুরু করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করে। এরপরই ওমরকে ফ্রান্স ত্যাগের নির্দেশ দেয়া হয়।
ওসামা বিন লাদেনের মোট ২৪ জন সন্তান রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে ওমর অন্যতম। তিনি সিরিয়ার নাগরিক নাজওয়া ঘানেমের প্রথম সন্তান। ওমরের জন্ম সৌদি আরবে। ১৯ বছর বয়সে বাবার সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। বাবার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তিনি কয়েক বছর সুদান এবং পরে আফগানিস্তানে ছিলেন। ২০১৬ সালে তিনি ফ্রান্সে বসবাসের অনুমতি পান এবং দেশটির উত্তরাঞ্চলীয় নরম্যান্ডির ওর্নি গ্রামে স্থায়ী হন।
পেশায় শিল্পী ও লেখক হিসেবে পরিচিত ওমর ২০১৯ সালে ‘গ্রোয়িং আপ বিন লাদেন’ নামের একটি বই প্রকাশ করেছেন। তিনি ২০০৭ সালে ২০ বছরের বড় ব্রিটিশ নারী জেন ফেলিক্স ব্রাউনকে বিয়ে করেন। জেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেন, তবে কর্তৃপক্ষ তার আবেদন প্রত্যাখ্যান করে। ওমর বিন লাদেনের ফ্রান্সে অবস্থান নাকচ করে দেয়ার মাধ্যমে দেশটি সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।