ঢাকা | বঙ্গাব্দ

দাদাসাহেব ফালকে পেলেন মিঠুন

৮ অক্টোবর পুরস্কার গ্রহণ করেন মিঠুন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে দাদা সাহেব ফালকে গ্রহণ করেন। এ সময় অশ্রুসজল হয়ে ওঠে তার চোখ।
  • | ০৯ অক্টোবর, ২০২৪
দাদাসাহেব ফালকে পেলেন মিঠুন মিঠুন চক্রবর্তী

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এখনও তার কদর রয়েছে টালিউড বা বলিউডে। ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়েছে তাকে। এবার তার মুকুটে যুক্ত হলো নতুন পালক। পাঁচ দশকের ফিল্মি ক্যারিয়ারের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পেলেন তিনি।

৮ অক্টোবর পুরস্কার গ্রহণ করেন মিঠুন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে দাদা সাহেব ফালকে গ্রহণ করেন। এ সময় অশ্রুসজল হয়ে ওঠে তার চোখ। তিনি বলেন, ‘এই মঞ্চে আগেও তিনবার এসেছি, প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার পর মাথাটা একটু খারাপ হয়। ভেবেছিলাম বড় কিছু করে ফেলেছি…. নিজেকে অ্যালপাচিনো ভাবছিলাম।’

এদিন কোঁচা দেওয়া ধুতি আর অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে সাজেন অভিনেতা। প্লাস্টার হাতেই স্টেজে ওঠেন মিঠুন। ডুব দিলেন পুরনো স্মৃতিতে। একদিন তাকে রিজেক্ট করে বলিউড। গায়ের রঙ নিয়েও শুনতে হয় খোঁটা। সেসব স্মৃতি তুলে ধরেন অভিনেতা।

৩০ সেপ্টেম্বর ঘোষণা করা হয় মিঠুনের দাদাসাহেব ফালকে প্রাপ্তির খবর। সেদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অশ্বিনী বৈষ্ণ এক্স (আগে ছিল টুইটার) হ্যান্ডেলে এ খবর জানিয়ে লিখেছেন, ‘মিঠুন দা’র অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা। কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জুরি। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজি’র অসামান্য অবদান রয়েছে।’

মিঠুনকে শুভেচ্ছা জানিয়ে কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে মিঠুন চক্রবর্তী। শিল্পী মিঠুনদাকে অভিনন্দন। শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।’

এ খবর সামনে আসতেই আনন্দ প্রকাশ করেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমে মহাগুরুকে শুভেচ্ছায় সিক্ত করেন সবাই। পুরস্কার প্রাপ্তির পরও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেতা।