বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন— ড. নুরুল কাদির, ডা. আমিনুল ইসলাম, ড. নাজমুল আমিন মজুমদার ও সুজায়েত উল্লাহ। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।
এর আগে, পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ঢাবির লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক। সদ্য বিদায়ী মো. সোহরাব হোসাইনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (৮ অক্টোবর) পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সোহরাব হোসাইন। পিএসসির আরও ১২ সদস্যও পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোহরাব হোসাইন ২০২০ সালের ২১ সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন। আগামী বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। কয়েক দিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।