রাজধানীর প্রগতি সরণির কুড়িল এলাকায় সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় কুড়িল বিশ্বরোড ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বকেয়া বেতনের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত দুটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে আসেন। ইউরো জোন ও ফেরদৌস গার্মেন্টসের পোশাকশ্রমিকেরা এই অবরোধ করেন।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সড়ক অবরোধ করায় কুড়িল ফ্লাইওভার, বিমানবন্দর সড়ক, উত্তরাসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি আটকে ছিল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে পোশাক কারখানার কর্মীরা সড়ক ছেড়ে দেওয়ার পর যানজটের তীব্রতা কমে আসে।