ঢাকা | বঙ্গাব্দ

আসামে অনুপ্রবেশকারী ১২৮ বাংলাদেশিকে ফেরত

বাংলাদেশের ‘সাম্প্রতিক অস্থিরতার’ কারণে আসামে আর্মড ফোর্স (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বা এএফএসপিএ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে।
  • | ১০ অক্টোবর, ২০২৪
আসামে অনুপ্রবেশকারী ১২৮ বাংলাদেশিকে ফেরত ভারত সীমান্ত।
ভারতের আসামে অনুপ্রবেশের পর ১২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৯ অক্টোবর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গত দুই মাসে এসব বাংলাদেশি আসামে অনুপ্রবেশ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ‘সাম্প্রতিক অস্থিরতার’ কারণে আসামে আর্মড ফোর্স (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বা এএফএসপিএ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। এর ফলে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সশস্ত্র বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘২ মাসে (আগস্ট-সেপ্টেম্বর) ১২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখে আসাম পুলিশ এই ১২৮ জন অনুপ্রবেশকারীকে সীমান্তের ওপারে ফেরত দিয়েছে।’

আসামের সঙ্গে বাংলাদেশের ২৬৩ কিলোমিটার সীমান্ত আছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আমলে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আসাম সীমান্ত ছাড়াও বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় কঠোর নজরদারি বৃদ্ধি করেছে।