গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দলে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট কাটিয়ে মেসি অবশেষে ফিরলেন দলে, তবে জয়হীন রইল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা।
ভেনেজুয়েলার মাঠ এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনের আর্জেন্টিনা শুরু থেকেই ভুগছিল মাঠের বাজে অবস্থার কারণে। তবুও ম্যাচের ১৩তম লিড নেয় দলটি। ফ্রি কিক থেকে মেসির নেওয়া শট গোলরক্ষক রাফায়েল রোমো গ্লাভস হয়ে এক ভেনেজুয়েলা ফুটবলারের গায়ে লেগে পড়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা নিকোলাস ওটামেন্ডির পায়ের সামনে। সহজ সুযোগ হাতছাড়া করেননি এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যাওয়ার বল দখলে মন দিলেও হুটহাট আক্রমণে উঠছিল ভেনেজুয়েলা। প্রথমার্ধে সমতায় ফিরতে না পারলেও ৬৫তম মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান সলোমন রন্ডন। ইয়েফারসন সতেলদোর বাড়ানো দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে ভেনেজুয়ালাকে ম্যাচে ফেরান রন্ডন।
এরপরও আর্জেন্টিনা অবশ্য জয় নিয়েই ছাড়তে পারতো মাঠ। তবে শেষের দিকে গোলের দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন মেসি। ইন্টার মায়ামি তারকা গোল ব্যর্থ হলে জয় বঞ্চিতই থাকে আলবিসেলেস্তেরা।
ড্র করে পয়েন্ট খোয়ালেও এখনো বাছাইপর্বের পয়েন্ট টেবিলে সবার ওপরেই আছে আর্জেন্টিনা। ৯ ম্যাচ শেষে লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৯। ১১ পয়েন্ট নিয়ে সাতে আছে ভেনেজুয়েলা।