রাজধানীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩৫)। তার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা থানার বালাগ্রামে। চাকরিসূত্রে তিনি মোহাম্মদপুরের একটি বাসায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের বোন নুরবানু বলেন, আমার ভাই মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে নিরাপত্তাকর্মীর কাজ করতো। বুধবার রাতে এক ছিনতাইকারী মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে। সে সময় রবিউল ওই ছিনতাইকারীকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরে গত রাতে ওই ছিনতাইকারীর সঙ্গে আমার ভাই রবিউলের ফের দেখা হয়। তখন সে বলে, বন্ধু কেমন আছো? এরপর সে আমার ভাইয়ের বুকে, পিঠে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঢাকা উদ্যান এলাকায় ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিং, নবীনগর হাউজিং, একতা হাউজিং ও তুরাগ হাউজিং এলাকায় দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে ভয়ে কেউ মুখ খুলতে চায় না। আর এটা প্রতিদিনকার ঘটনা।
স্থানীয়রা আরও জানান, এই এলাকায় হিন্দু বিজয়, কালিয়া, ডিপজল, বুলেট, বাবুসহ একাধিক ছিনতাইকারী গ্রুপ রয়েছে। বিভিন্ন সময় ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি-ব্লকে একটি বাড়িতে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র সংরক্ষণ করে রাখে। আগে ছিনতাইকারীরা গোপনে থাকলেও এখন ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় পরিবারে পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।