ঢাকা | বঙ্গাব্দ

ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় জরিমানা গুনল ৪ ডিমের আড়ত

  • | ১২ অক্টোবর, ২০২৪
ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় জরিমানা গুনল ৪ ডিমের আড়ত মাদারীপুরে পৌরশহরে ডিমের আড়তে অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মাদারীপুরে ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


শনিবার (১২ অক্টোবর) দুপুরে পৌরশহরের পুরান বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



জানা গেছে, অধিক দামে ডিম বিক্রি করা হচ্ছে এমন খবরে পুরানবাজারে অভিযানে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদ ও ভোক্তা অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।


এ সময় ডিমের আড়ত ঘুরে দেখেন কর্মকর্তারা। অধিক দামে ডিম ও ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় শাওন এন্টারপ্রাইজ, শাহ মাদার ট্রেডার্স, মায়ের দোয়া আড়ত, হযরত শাহজালাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।



এছাড়া পুরান বাজারের কাঁচাবাজারের আড়তের অন্য ব্যবসায়ীদের সতর্কও করে প্রশাসন। ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান চালিয়ে যাবার কথা জানান কর্মকর্তারা।



মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদ জানান, ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার না থাকার পাশাপাশি অধিক দামে পণ্য বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে। এমন অসাধু কার্যক্রম যে ব্যবসায়ী করবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এছাড়া কোনো ভোক্তা প্রতারিত হলেও অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।