ঢাকা | বঙ্গাব্দ

আততায়ীর গুলিতে নিহত বাবা সিদ্দিকী

নির্মল নগরে নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
  • | ১২ অক্টোবর, ২০২৪
আততায়ীর গুলিতে নিহত বাবা সিদ্দিকী বাবা সিদ্দিকী
সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা (অজিত পওয়ার গোষ্ঠী) বাবা সিদ্দিকী নিহত হলেন আততায়ীর গুলিতে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

শনিবার নির্মল নগরে নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িতে ওঠার আগেই রাস্তায় লুটিয়ে পড়েন সিদ্দিকী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিদ্দিকীকে লক্ষ্য করে তিনটি গুলি চালানো হয়েছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার নেপথ্যে থাকার সন্দেহে এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।

ফেব্রুয়ারিতেই কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ত্যাগ করেন সিদ্দিকী। যোগ দেন অজিত শিবিরে। তবে তার আগে প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে ছিলেন তিনি। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে আসেন। ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হন বান্দ্রা এলাকার এই নেতা। ২০০৯ সাল পর্যন্ত তিন বার ভোটে জিতলেও ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি হেরে যান।

সিদ্দিকী শুধু রাজনীতিক হিসাবে পরিচিত নন। বলিউডের সঙ্গে তার যোগাযোগ নিয়ে চর্চা আছে মুম্বইয়ে। বিভিন্ন সময়ে তার দেওয়া জমকালো পার্টিতে বহু বলি তারকাকে দেখা গিয়েছে। ২০১৩ সালে তার পার্টিতেই ‘মানভঞ্জন’ হয় শাহরুখ খান এবং সালমান খানের মধ্যে। দুই খানকে দু’পাশে নিয়ে তোলা তার ছবি স্মরণীয় হয়ে আছে।