জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে যত চাপই আসুক, লেবাননে তারা তাদের অবস্থান ত্যাগ কবে না।লেবাননে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের 'ব্লু লাইন' বরাবর অবস্থান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত সরে যেতে বলেছে। ব্লু লাইন হলো লেবানন এবং অধিকৃত অঞ্চলের মধ্যে সীমানা রেখার জন্য ব্যবহৃত শব্দ।খবর আনাদোলুর।
টেনেন্টি বলেন, ইসরাইলের হামলা দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের ক্যাম্পের অনেক ক্ষতি করেছে। সেখানে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে কারণ ঘাঁটির ভেতরেও অনেক ক্ষতি হয়েছে।শুধু তাই নয় শান্তিরক্ষীরাদের ঘাঁটিতে ৩ দফা ইসরায়েলি হামলায় ৫ শান্তিরক্ষী আহত হয়েছেন। টেনেন্টি সতর্ক করে বলেন, লেবাননে ইসরাইলের আগ্রাসন খুব শিগগিরি একটি আঞ্চলিক সংঘর্ষে পরিণত হতে পারে যার প্রভাব হবে বিপর্যয়কর।
এদিকে, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউফিল) রোববার বলেছে যে দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক দক্ষিণ লেবাননের শান্তিরক্ষীদের ক্যাম্পের গেট ভেঙে জোর করে প্রবেশ করেছে। সেখানে জাতিসংঘের অবস্থানে শান্তিরক্ষীরা ইসরায়েলি সেনাদের তিনটি প্লাটুনকে ব্লু লাইন অতিক্রম করে লেবাননে যেতে দেখেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে হিব্রু ভাষার পাঠানো বার্তায় নেতানিয়াহু বলেছেন, এখন আপনার হিজবুল্লাহর শক্ত ঘাঁটি এবং যুদ্ধের এলাকা থেকে ইউনিফিল প্রত্যাহার করার সময় এসেছে। ইসরায়েল ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে কমপক্ষে ১৪৩৭ জন নিহত এবং ৪১২৩ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া সাড়ে ১৩ লাখ লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।