ঢাকা | বঙ্গাব্দ

বোমাতঙ্কে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

২৩৯ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার জেএফকে বিমানটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।
  • | ১৪ অক্টোবর, ২০২৪
বোমাতঙ্কে ভারতীয় বিমানের জরুরি অবতরণ বিমানটি দিল্লিতে জরুরি অবতরণ করে।

ভারতের মুম্বাই থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান বোমাতঙ্কে জরুরি অবতরণ করেছে। আকাশে ওড়ার পর বোমা আতঙ্ক ছড়ালে বিমানটি দিল্লিতে জরুরি অবতরণ করে। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ অক্টোবর) গভীর রাতে ২৩৯ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার জেএফকে বিমানটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বোমাতঙ্ক ছড়ায় বিমানে। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন বিমানের পাইলট। পরিস্থিতির কথা বিবেচনায় দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বিমানটি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি অবতরণের পর বিমানের যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা হয়। আপাতত বিমানটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে। সেটির ভেতরে কোথাও সন্দেহজনক কিছু রাখা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বম্ব স্কোয়াড, সিআইএসএফ এবং দিল্লি পুলিশ বিমানটি তল্লাশি করছে। এই বিষয়ে এয়ারলাইন্সের পেক্ষ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি। যাত্রী ও বিমানকর্মীরা সবাই নিরাপদ রয়েছেন।