ঢাকা | বঙ্গাব্দ

‘দোষী সাব্যস্ত হলে তাকে ফেরত চাওয়া হবে’

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর বিষয়ে আসিফ নজরুল বলেন, দোষী সাব্যস্ত হলে তাকে চাওয়া হবে।
  • | ১৪ অক্টোবর, ২০২৪
‘দোষী সাব্যস্ত হলে তাকে ফেরত চাওয়া হবে’ আইন উপদেষ্টা আসিফ নজরুল
হাসিনা সরকারের সময় যাদের বিরুদ্ধে সরাসরি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তারা যেই দেশেই থাকুক আইন অনুযায়ী তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর বিষয়ে আসিফ নজরুল বলেন, সাধারণত কেউ যখন দোষী সাব্যস্ত হয়ে যায়, তখন প্রত্যর্পণের বিষয়টা আসে। এখন ভারতে আছেন, তখন কোথায় থাকবেন আমরা জানি না। যদি ভারতে থাকেন, আর ভারতের সঙ্গে আমাদের যেহেতু চুক্তি আছে, সেহেতু দোষী সাব্যস্ত হলে তাকে চাওয়া হবে।