ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি, ইরানের ওপর নিষেধাজ্ঞা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব নিষেধাজ্ঞাকে তাদের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
  • | ১৫ অক্টোবর, ২০২৪
রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি, ইরানের ওপর নিষেধাজ্ঞা ইরানের ক্ষেপণাস্ত্র।

রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির পশ্চিমা দেশগুলোর অভিযোগের পর ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল খাতের ওপর সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে 'অবৈধ' উল্লেখ করে নিন্দা জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই ক্ষেপণাস্ত্র বিক্রির দাবি অস্বীকার করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইরানের দাবি পুনর্ব্যক্ত করেছেন এবং একটি কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। খবর আনাদোলুর।

রাশিয়াসহ অন্য দেশের সঙ্গে ইরানের প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি রয়েছে। তিনি এসব পশ্চিমা নিষেধাকে অন্যায় এবং বেআইনি বলে সমালোচনা করেছেন। একই সঙ্গে ইইউ এবং যুক্তরাজ্যকে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলে অস্ত্র সরবরাহ করায় নিন্দা জানান এবং ভণ্ডামি বন্ধ করতে বলেন। ইরান উল্টো পশ্চিমাদের অভিযুক্ত করেন গাজা এবং লেবাননে ইসরায়েলের গণহত্যা এবং যুদ্ধাপরাধে সহযোগিতার জন্য।

ইরানের বেসামরিক বিমান চলাচল খাতের ওপর ইইউর নিষেধাজ্ঞার নিন্দা করেছেন ইরানের মুখপাত্র। তিনি এসব নিষেধাজ্ঞাকে তাদের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। ইইউ এবং যুক্তরাজ্য সম্প্রতি রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ তুলে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর মতে, অস্ট্রেলিয়া ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত পাঁচজন ইরানি ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। নিষেধাজ্ঞার মধ্যে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন, শহীদ বাঘেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এবং শহীদ হেম্মাত ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের সদস্যদের ওপর আর্থিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বস্তুগত হুমকি সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন ওং। অস্ট্রেলিয়া এখন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পর্সের (আইআরজিসি) এর সাথে যুক্ত প্রায় ১০০ জনসহ ইরানের ২০০ জন ব্যক্তি ও সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে।