ঢাকা | বঙ্গাব্দ

শাশুড়িকে শারীরিক সম্পর্কের প্রস্তাব!

টেক্সট মেসেজে র‍্যাপার তার স্ত্রীকে লিখেন, তোমার মা চলে যাওয়ার আগে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।
  • | ১৫ অক্টোবর, ২০২৪
শাশুড়িকে শারীরিক সম্পর্কের প্রস্তাব! ক্যানইয়ে ওয়েস্ট

জনপ্রিয় মার্কিন র‌্যাপার ক্যানইয়ে ওয়েস্টের ক্যারিয়ার বিতর্কে ঠাসা। এবার যে অভিযোগ উঠেছে তা রীতিমতো চোখ কপালে ওঠার মতো। নিজের শাশুড়িকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন তিনি। স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি এমন অভিযোগ এনেছেন। তিনি জানান, শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে নাকি শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছেন ক্যানইয়ে। এবং প্রস্তাবটি সরাসরি স্ত্রী বিয়াঙ্কাকেই দেন তিনি।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কনিয়ের শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরি। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই মামলার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই সময়ে বিষয়টি নিয়ে গোপনীয়তার অনুরোধ করছি।’

৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে গায়কের নামে মামলা দায়ের করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর ক্যানইয়ে ও বিয়াঙ্কার মধ্যে টেক্সট মেসেজে কিছু কথোপকথন হয়। এতে র‍্যাপার তার স্ত্রীকে লিখেন, তোমার মা চলে যাওয়ার আগে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।

এদিকে চারিত্রিক দোষে বারবার দুষ্ট হয়েছেন ক্যানইয়ে। তার বিরুদ্ধে সাবেক সহকারী লরেন পিসিওটাও মামলা করেছেন। মাদক সেবন ও যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় উল্লেখ করা হয়েছে, স্টুডিওতে কাজ করার সময় পানীয়র মধ্যে অজ্ঞাত মাদক মিশিয়ে লরেনের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন ক্যানইয়ে।