ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার একটি শীর্ষ সম্মেলনের জন্য পাকিস্তান যাচ্ছেন। প্রায় এক দশকের মধ্যে চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশে ভারতীয় শীর্ষ কূটনীতিকের প্রথম সফর। জয়শঙ্কর ইসলামাবাদে যাচ্ছেন কেবল এসসিও সম্মেলনে যোগ দিতে। তবে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবা শরিফ আয়োজিত নৈশভোজ এড়ানোর কোনও সুযোগ নেই জয়শঙ্করের।
এসসিও-র সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে করমর্দন, সৌজন্য বিনিময় করতে হবে তাকে। যা নিঃসন্দেহে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সংঘাতপূর্ণ আবহাওয়ায় সাউথ ব্লকের জন্য অস্বস্তির। শরিফ ছাড়াও ওই নৈশভোজে থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও। কূটনৈতিক মহল হালকা চালে বলছে, ওই ভোজ কতটা হজম হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর, তা নিয়ে সংশয় রয়েছে!
কূটনৈতিক মহলের মতে, পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানে পাঠানো মোদি সরকারের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। সম্প্রতি একটি বক্তৃতায় জয়শঙ্কর জানিয়েছেন, যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের মতোই ভারত অবশ্যই চায় পাকিস্তানের সঙ্গে সহজ সম্পর্ক। কিন্তু তা আন্তঃসীমান্ত সন্ত্রাস থেকে চোখ ফিরিয়ে নয় বা কারো ইচ্ছাকে তোষামোদ করতে নয়। নয়াদিল্লির বক্তব্য, এসসিও-র প্রতি ভারতের যে দায়বদ্ধতা রয়েছে তাকে সবচেয়ে বেশি তুলে ধরা সম্ভব হয়েছে এই সিদ্ধান্তে।
জয়শঙ্করকে পাকিস্তানে পাঠিয়ে সাউথ ব্লক এই বার্তাটাই দিতে চাইছে, দ্বিপাক্ষিক সংঘাতের ঊর্ধ্বে উঠে তারা বহুপাক্ষিক আলোচনা এবং কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, অস্থির ও অগ্নিগর্ভ প্রতিবেশী বলয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর একটি সার্বিক ইতিবাচক বার্তা বহন করবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
জয়শঙ্করের কথায়, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। এসসিও-র একজন একনিষ্ঠ সদস্য হিসেবেই যাচ্ছি। জানা গিয়েছে, ক্যালেন্ডারের হিসেবে দু’দিনের সফর হলেও আসলে ২৪ ঘণ্টারও কম সময় পাকিস্তানে থাকবেন জয়শঙ্কর।
এসসিওকে কখনও কখনও ন্যাটো সামরিক জোটের বিকল্প হিসাবে বিবেচনা করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এসসিও ফরম্যাটে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য এসসিও এর একটি ম্যান্ডেট থাকলেও, ইসলামাবাদ শীর্ষ সম্মেলনে বাণিজ্য, মানবিক এবং সাংস্কৃতিক বিষয়গুলিতে ফোকাস করা হবে।
শেষবার কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেন ২০১৫ সালে যখন সুষমা স্বরাজ আফগানিস্তান বিষয়ক একটি সম্মেলনে যোগ দেন।