ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

গুলিবিদ্ধদের পরে স্যামসন আসুতা আশদোদ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি গণমাধ্যম।
  • | ১৫ অক্টোবর, ২০২৪
ইসরায়েলে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা রাস্তায় পড়ে আছে আহত একজন।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশদোদের কাছে এক বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার আশদোদের কাছে হাইওয়েতে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ ইসরায়েলি আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ ওই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। বাকি ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর জেরুজালেম পোস্ট ও আরব নিউজের।

এ সময় ইসরায়েলি পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। গুলিবিদ্ধদের পরে স্যামসন আসুতা আশদোদ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুসারে, পুলিশের সন্দেহ ওই বন্দুকধারী পায়ে হেঁটে হাইওয়ের কাছে আসে। তিনি প্রথমে এক পুলিশ অফিসারকে গুলি করেন, তাকে মারাত্মকভাবে আহত করেন এবং তারপর কাছাকাছি বেসামরিক লোকদের ওপর গুলি চালাতে শুরু করেন। এ সময় অপর পুলিশের গুলিতে ওই বন্দুকধারী প্রাণ হারায়। এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি গণমাধ্যম।