ঢাকা | বঙ্গাব্দ

তুরস্কে শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে।
  • | ১৬ অক্টোবর, ২০২৪
তুরস্কে শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প তুরস্কে ভূমিকম্প।

তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার দেশটির স্থানীয় সময় সকালে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে।

তবে ভূমিকম্পের মাত্রার বিষয়ে তুরস্কের জাতীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ বলেছে, পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ভূমিকম্পের সময় ওই অঞ্চলের লোকজনের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভবনের ভেতর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।