কয়েক ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার ভারতীয় সাতটি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তার মধ্যে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান জরুরি অবতরণ করেছে কানাডায়।
মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে ভারতের জয়পুর থেকে বেঙ্গালুরু রওনা দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু মাঝ আকাশে বোমা হামলার হুমকি দেওয়া ফোন পায়। তড়িঘড়ি করে অযোধ্যা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরেও কোনও বোমার সন্ধান পাওয়া যায়নি।
এরপর দিল্লি থেকে শিকাগোগামী আরও একটি এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়ে কানাডার ইক্যালুইট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বোমা হামলার হুমকি পাওয়ার পর যাত্রীদের নামিয়ে গোটা বিমানে তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু কোনও বোমার সন্ধান মেলেনি। সৌদি আরবের দাম্মাম থেকে লাখনৌগামী ইন্ডিগোর বিমান একই ভাবে বোমার হুমকি পেয়ে জয়পুরে অবতরণ করে।
দ্বারভাঙা থেকে মুম্বইগামী স্পাইসজেটের বিমান এবং শিলিগুড়ি থেকে বেঙ্গালুরুগামী আকাসা এয়ারের বিমানেও একই রকম হুমকি দেওয়া হয় বলে খবর পাওয়া গেছে। প্রতিটি ক্ষেত্রেই ভুয়া হুমকি দেওয়া হয়।