নিম্নচাপের জেরে ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতে কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত সোমবার (১৪ অক্টোবর) থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে বেঙ্গালুরুতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, চেন্নাইসহ তামিলনাড়ুর বেশিরভাগ জেলায় স্কুল-কলেজ বন্ধ রয়েছে। বুধবার (১৬ অক্টোবর) অব্যাহত থাকা এই ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিনে আরও বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হবে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে। বেঙ্গালুরুতে বুধবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে। শহরের একাধিক এলাকায় পানি জমেছে। ফলে দেখা দিয়েছে যানজট। উপকূল এলাকা ছাড়াও মাইসুরু, কোডাগু, চিকমাগালুর, কোলার প্রভৃতি জেলাগুলির জন্যও জারি হয়েছে হলুদ সতর্কতা। বেঙ্গালুরুতে ভারী বৃষ্টির পূর্বাভাসের পরেই বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীদের মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া দক্ষিণ ভারতে আঘাত হেনেছে। এতে অনেক স্কুল বন্ধ করে দিতে হচ্ছে ও ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটছে। চেন্নাই শহরে মানুষ জলাবদ্ধ রাস্তায় নৌকা ব্যবহার করছে। কোনো কোনো এলাকার রাস্তায় বৃষ্টির পানি গাড়ির ইঞ্জিনের চেয়ে উঁচুতে পৌঁছে গেছে। বেঙ্গালুরু থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বুধবার জানিয়েছেন, ‘পুর্ণোদ্যমে’ ত্রাণ কাজ চলছে। সরকার পরিচালিত রেস্তোঁরায় বিনামূল্যে খাবার সরবরাহের ঘোষণাও দেওয়া হয়েছে।
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধস দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একটি সাধারণ ঘটনা। বর্ষা মৌসুম হলেও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগগুলোর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় হাইটেক হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে বেশ কয়েকটি রাস্তা পানিতে নিমজ্জিত থাকায় যানজট দেখা দিয়েছে।
এদিকে, বৃষ্টিপাতের কারণে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি বন্ধ রাখা হয়েছে।