ঢাকা | বঙ্গাব্দ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, আটক কিশোর

  • | ১৭ অক্টোবর, ২০২৪
চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, আটক কিশোর আটক মারুফ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মারুফ (১৯) নামে এক কিশোরকে আটক করে এলাকাবাসী। পরে হস্তান্তর করা হয় পুলিশের কাছে।


বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, আটক মারুফ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন গোদগাঁও এলাকার ডাক্তার আলীর ছেলে। মারুফ পেশায় দিন মজুর।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার বিকেলে উপজেলার ডহরগাও এলাকায় ভাড়াটিয়া বাসায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই বাড়ির ভাড়াটিয়া মারুফ শিশুটিকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তারা ঘরের ভেতর থেকে মারুফকে আটক করে থানা পুলিশকে জানায়। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।


পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

 

ওসি আরও জানান, শিশুটির প্রয়োজনীয়  চিকিৎসাসহ মেডিকেল পরীক্ষা করানো হবে। এছাড়া এ ঘটনায় আটক কিশোরের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।