দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহের পৌর ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শহরটির মেয়রসহ ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
শহরটির গভর্নর জানান, নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ত্রাণ বিতরণ কর্মসূচির সদস্য। টানা হামলায় বেশির ভাগ বাসিন্দা এলাকা ছেড়ে গেলেও বাকিদের সহায়তায় রয়ে যান মেয়রসহ পৌরসভার কর্মীরা। গত কয়েক দিনের হামলায় ধ্বংস হয়েছে শহরটির একাধিক ঐতিহাসিক ভবন। এর মধ্যে, অটোমান আমলের একটি বাজারও রয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অবস্থান ধ্বংসের লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে, যেটি হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সেস ব্যবহার করত।