ঢাকা | বঙ্গাব্দ

চিফ হিট অফিসার হিসেবে কত টাকা বেতন পেতেন বুশরা?

  • | ১৭ অক্টোবর, ২০২৪
চিফ হিট অফিসার হিসেবে কত টাকা বেতন পেতেন বুশরা? সংগৃহীত

এ বছরের এপ্রিলেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তৎকালীন মেয়র আতিকুল ইসলাম জানিয়েছিলেন, চিফ হিট অফিসার হিসেবে তার মেয়ে বুশরা আফরিন এক টাকাও বেতন নেন না। তবে এবার উঠে এলো ভিন্ন তথ্য। জানা গেছে, চিফ হিট অফিসার হিসেবে প্রতি মাসে ৮ লাখ টাকা করে বেতন পেতেন বুশরা।


গতকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরে আজ তাকে তোলা হয় আদালতে। রিমান্ড চাওয়া না হলেও জামিন পাননি আতিক। তাকে নেওয়া হয়েছে কারাগারে।


আদালতে শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি অভিযোগ করে বলেন, 'আতিক কোনো বিজ্ঞপ্তি ছাড়াই তার মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার পদে নিয়োগ দেন। বাংলাদেশের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা বিরল। বুশরাকে মাসে ৮ লক্ষ টাকা বেতন দেওয়া হয় এবং বলা হয়, তিনি গাড়িতে করে পানি দিয়ে রাস্তার তাপ কমিয়েছেন।'


তিনি আরও বলেন, আতিকুল ইসলাম ভোট ছাড়া মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য রাজনীতিতে আসেন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ঢাকা উত্তর সিটিতে, যেখানে আতিকুলের আত্মীয় একজন ব্যক্তি মশার ওষুধ আনার দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, সেই আত্মীয় আসল ওষুধের পরিবর্তে নকল ওষুধ এনে অসংখ্য মানুষের মৃত্যু ঘটিয়েছেন।


কোটা আন্দোলনের সময় আতিকুল ইসলাম গান গাওয়া, বাঁশি বাজানো এবং নাচের আয়োজন করেন, এমনকি পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, জামিন দেওয়া হলে আতিকুল ইসলাম পালিয়ে যেতে পারেন এবং দেশে অশান্তি সৃষ্টি করতে পারেন। তাই তার জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।