ঢাকা | বঙ্গাব্দ

চলে গেলেন ওয়ান ডিরেকশনের সাবেক সদস্য লিয়াম পেইন

বিশ্বের অন্যতম জনপ্রিয় বয় ব্যান্ড ওয়ান ডিরেকশন। এই দলের সাবেক সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন।
  • | ১৭ অক্টোবর, ২০২৪
চলে গেলেন ওয়ান ডিরেকশনের সাবেক সদস্য লিয়াম পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য লিয়াম পেইন। ছবি : সংগৃহীত।

বিশ্বের অন্যতম জনপ্রিয় বয় ব্যান্ড ওয়ান ডিরেকশন। এই দলের সাবেক সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে বুধবার (১৬ অক্টোবর) মৃত্যু হয় তার। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব সংগীতাঙ্গনে। খবর : সিএনএন


লিয়ামের বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। তবে এই শিল্পীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।


পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তার ভক্তরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে জড়ো হন। পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন।


২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এরপর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভিকে বলেছেন, পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে। এছাড়া আর্জেন্টিনা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দা থেকে লাফ দিতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্যরা ছাড়াও অনেকেই শোক জানিয়েছেন।