ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি ২ মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বুধবার পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্যকে 'ঘৃণ্য' হিসাবে মন্তব্য করেন।
  • | ১৮ অক্টোবর, ২০২৪
ইসরায়েলি ২ মন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা! বেজালেল স্মোট্রিচ এবং ইতামার বেন-গভির

পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সমর্থনে উত্তেজনা ছড়ানোর মতো বিতর্কিত মন্তব্য করায় ইসরায়েলের দুই সিনিয়র মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বুধবার পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্যকে 'ঘৃণ্য' হিসাবে মন্তব্য করেন এবং তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও ভেবে দেখছেন বলে জানান। খবর আনাদোলুর।

এর আগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং পূর্ববর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ক্যামেরনও ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বিরুদ্ধে উগ্রবাদী বক্তব্যের জন্য তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। তাদের মন্তব্য ব্যাপকভাবে নিন্দা জানিয়েছে বিশ্ববাসী, ইতিমধ্যে অস্থির পশ্চিমতীর অঞ্চলে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে তাদের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য।

পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে গাজায় পাঠানো সব ত্রাণ লুট করার আহ্বান জানিয়েছেন বিতর্কিত ওই ইসরায়েলি ২ মন্ত্রী।

স্টারমার গাজায় উদ্ভূত মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের মৌলিক অধিকারগুলি থেকে বঞ্চিত করছে ইসরায়েলি আগ্রাসন। বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাস করতে এবং অত্যাবশ্যক মানবিক সহায়তা সরবরাহের সুবিধার্থে ইসরায়েলকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার পার্লামেন্টে বলেছেন, ইসরায়েলকে বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে, ত্রাণ পাঠানোর অনুমতি দিতে এবং জাতিসংঘের মানবিক কার্যক্রম চালু রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে।

ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা বিবেচনা করার পাশাপাশি স্টারমার বলেন, ফ্রান্স এবং আলজেরিয়ার সঙ্গে যুক্তরাজ্য গাজায় মানবিক সহায়তা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।