জাতীয় দল থেকে সাকিবের পর এবার বিপিএল থেকে সাবেক সংসদ সদস্য মাশরাফীকে বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে সিলেটে। এ সময় টাইগার সাবেক অধিনায়কের জার্সি ও ছবিতে আগুন দেন আন্দোলনকারীরা। ম্যাশকে সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড থেকে বাদ দিতে, ফ্রাঞ্চাইজিটিকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীবৃন্দ।
ক্ষোভের আগুনে জ্বলছে সিলেট। ঢাকা তো বটেই গোটা দেশের টক অব দ্য টাউন সাকিব আল হাসান আর দেশে ফেরা না ফেরা। তবে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ প্রায় অর্ধশতাধিক মানুষের দাবি, আসন্ন বিপিএলে তারা সুরমা পাড়ের জার্সিতে দেখতে চান না মাশরাফীকে।
গেলো কয়েক বছরের ন্যায় এবারও আসন্ন বিপিএলে ৪০ লাখ টাকার 'বি' ক্যাটাগরি থেকে মাশরাফীকে দলে নিয়েছিলো স্ট্রাইকার্স। তবে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদের পক্ষে না থেকে, নীরবে হাসিনা সরকারকে সমর্থন দিয়েছেন ম্যাশ। এমন দাবিতে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীবৃন্দ।
এসময় তারা মাশরাফীর কুশপুত্তলিকা দাহ করেন। আগুন দেন তার জার্সি ও ছবিতে। আন্দোলন থেকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড থেকে তাকে বাদ দেয়ার নইলে আরও বড় পরিসরে কঠোর আন্দোলনের মিলছে হুমকি।
এদিকে আন্দোলনকারীর একজন বলেন, 'যখন আমাদের উপর গুলি চালিয়েছিল, তখন তারা দেশের কর্ণধার হলেও ফ্যাসিস্টদের সমর্থন করেছিলো। এখন যদি সিলেট তাদেরকে পুনর্বাসন করতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে তা করতে হবে। আমরা পরিষ্কার করেছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সিলেট নতুনভাবে না গড়ে তাহলে আমরা আরও কঠোর হবো।'
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মাশরাফী বিন মোর্ত্তজা ও তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও সিলেট স্ট্রাইকার্সের সাড়ে ৪ কোটি টাকার শেয়ার জোরপূর্বক নেয়ার অভিযোগে সাবেক এমপি মাশরাফীর বিরুদ্ধে মামলা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী। যোগাযোগমাধ্যম ফেসবুকে অবশ্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল সিলেট স্ট্রাইকার্স।
ফ্র্যাঞ্চাইজিটির দাবি, মাশরাফীর দলটিতে এক শতাংশের মালিকানাও ছিল না। সঙ্গে আইনগতভাবেই বিষয়টি মোকাবিলার কথাও জানানো হয়। তবে ছাত্রদের এমন আন্দোলনের মুখে বিপিএলের অন্যতম সফল অধিনায়কের আসন্ন টুর্নামেন্টে অংশ নেয়া এখন শঙ্কার মুখে।