ঢাকা | বঙ্গাব্দ

ফের নতুন শর্ত দিয়ে হুমকি সালমানকে

সালমানের কাছে এসেছে নতুন হুমকি বার্তা। বিষ্ণোইদের দাবি, বাবা সিদ্দিকির থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে সালমানের।
  • | ১৮ অক্টোবর, ২০২৪
ফের নতুন শর্ত দিয়ে হুমকি সালমানকে সালমান খান।

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি খুন হওয়ার পর থেকেই সালমান খানের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ। একের পর এক হুমকি পাচ্ছেন অভিনেতা। লক্ষ্যে স্থির গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এখন সালমান খানকে হত্যা করাই হয়েছে তাদের উদ্দেশ্য।

হরিণ হত্যার প্রতিশোধ নিতেই এমন স্থির অবস্থানে বিষ্ণোই গ্যাং। সালমানের কাছে এসেছে একাধিক হুমকি। এমনকি, তার ঘনিষ্ঠজনেরাও রয়েছেন বিষ্ণোইদের নিশানায়।

গত ১২ অক্টোবর বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়েছে। তিনি সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এবার সালমানের কাছে এসেছে নতুন হুমকি বার্তা। বিষ্ণোইদের দাবি, বাবা সিদ্দিকির থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে সালমানের।

হুমকি বার্তায় সালমানের থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে বারোটা থেকে দু’টোর মধ্যে ওরলি পুলিশের ফোনে এই হুমকি বার্তা আসে।

বার্তায় লেখা ছিল, “বিষয়টিকে হালকা ভাবে নেবেন না। সালমান খান যদি বাঁচতে চান এবং বিষ্ণোইদের সঙ্গে শত্রুতায় ইতি টানতে চান, তা হলে তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে। এই টাকা না দিলে সালমানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।” এই হুমকি বার্তা আসার পরেই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অন্য একটি শর্ত দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। জানিয়েছিলেন, বিষ্ণোইদের মুকাম মন্দিরে গিয়ে সকলের সামনে ক্ষমা চাইতে হবে সালমানকে। তবে সালমানের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।