আগস্ট মাসের শেষ সময় থেকে শুরু হওয়া শ্রম অসন্তোষের কারণে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। শনিবার (১৯ অক্টোবর) বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, তৈরি পোশাক খাতে অনেক উদ্যোক্তা বিভিন্ন প্রতিকূলতার কারণে ব্যবসায় টিকতে পারছেন না। বিজিএমইএ দীর্ঘ দিন ধরে বলে আসছে এসব উদ্যোক্তাদের জন্য একটি নিরাপদ এক্সিট পলিসির প্রয়োজন।
দুই মাসে পোশাক শিল্পে দীর্ঘায়িত শ্রম অস্থিরতায় আমাদের অনেক মাশুল দিতে হয়েছে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, আমরা চাই না এই পরিস্থিতির পুনরাবৃত্তি হোক। যারা শিল্প ও অর্থনীতি নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের কঠিন আইনের আওতায় আনার জন্য আহবান জানাচ্ছি।
শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা শত চ্যালেঞ্জ স্বত্ত্বেও ১৮ দফা দাবি মেনে নিয়েছি, এর পরও যদি পোশাক খাতে নৈরাজ্য চলে বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট সবাইকেই নিতে হবে।