১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার দেখা গেল। প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কার মাইফলক পার করেছে ভারতীয় ব্যাটাররা। চলতি বছর এ পর্যন্ত ৯ টেস্ট খেলা ভারতের ছক্কাসংখ্যা ১০২। এর আগে টেস্টে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ২০২২ সালে তারা ৮৯টি ছক্কা মেরেছিল।
চলতি বেঙ্গালুরু টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ঘটেছে এই ঘটনা। গতকাল শুক্রবার এজাজ প্যাটেলের করা ৩০তম ওভারের প্রথম বলটি ডাউন দ্য উইকেট লং অফ দিয়ে উড়িয়ে মারেন বিরাট কোহলি। এর মধ্য দিয়েই নতুন মাইলফলক গড়ে ভারত। শীর্ষ পাঁচে পরের দুটি জায়গা নিউজিল্যান্ডের। ২০১৪ সালে ৮১ ছক্কা ও ২০১৩ সালে ৭১ ছক্কা মেরেছে কিউইরা।
চলতি বছরের হিসেব করলে ভারতের ভারতের ধারেকাছেও কেউ নেই। ১৩ ম্যাচে ৬৮ ছক্কা নিয়ে দুইয়ে ইংল্যান্ড। পঞ্চাশের ওপরে ছক্কা আছে আর মাত্র একটি দলের। ৭ ম্যাচে ৬৩ ছক্কা মেরেছে নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে শ্রীলঙ্কা (৮ ম্যাচে ৪৫), পাকিস্তান (৫ ম্যাচে ৩৩), ওয়েস্ট ইন্ডিজ (৭ ম্যাচে ২৮) ও বাংলাদেশ (৬ ম্যাচে ২৫)। অস্ট্রেলিয়া (২১) ও দক্ষিণ আফ্রিকা (১৯) এই তালিকায় বাংলাদেশের পেছনে।