ঢাকা | বঙ্গাব্দ

সিনওয়ারকে মর্মান্তিকভাবে হত্যার বর্ণনা দিয়েছে ইসরায়েল

  • | ১৯ অক্টোবর, ২০২৪
সিনওয়ারকে মর্মান্তিকভাবে হত্যার বর্ণনা দিয়েছে ইসরায়েল ইয়াহিয়া সিনওয়ার।

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে বেশ জল্পনা-কল্পনা হচ্ছে যে কিভাবে হামাসের এই নেতাকে হত্যা করলো ইসরায়েল। ইতোমধ্যে জানা গেছে, হামাসের এই প্রধানকে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।


ইসরায়েলের পক্ষ থেকে করা সিনওয়ারের মরদেহের ময়নাতদন্তে উঠে এসেছে এই তথ্য। ইসরায়েলের ন্যাশনাল ফরেনসিক ইনস্টিটিউটের পরিচালক চেন কুগেল গুলিবিদ্ধ সিনওয়ারের মরদেহের ময়নাতদন্ত করেন। গতকাল শুক্রবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সিনওয়ার বাহুতে গুলিবিদ্ধ হন। সেটি সম্ভবত ছোট কোনো ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাত ছিল।


চেন কুগেল আরও বলেন, সিনওয়ার তার ক্ষতস্থানে ইলেকট্রিক তার বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেছিলেন। তবে তাতে কাজ হয়নি। তার বাহুও ভেঙে গিয়েছিল।


গত বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, এর আগের দিন অর্থাৎ বুধবার গাজার দক্ষিণাঞ্চলের রাফায় নিয়মিত অভিযান চালানোর সময় হামাসের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এতে হামাসপ্রধানও নিহত হন।


ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে নেওয়া একটি ড্রোন ফুটেজে দেখা গেছে, একজন ধুলোমাখা ব্যক্তি চেয়ারে বসে আছেন। তার হাতে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। মুখ ছিলো স্কার্ফ দিয়ে ঢাকা। এই ব্যক্তিকেই হামাসপ্রধান হিসেবে দাবি করা হয়। যদিও হামাসপ্রধানের ওই স্থানে থাকার ব্যাপারটা তারাও জানতেন না বলে উল্লেখ করা হয়।