গরম কমায় এবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তিসহ কয়েকটি দাবিতে সমাবশে ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১০ মে’র ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচি হবে।এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।
২৮ অক্টোবর সবশেষ ঢাকায় বড় কর্মসূচি পালন করে বিএনপি। ওইদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় তারা। নজিরবিহীন অরাজকতা এবং জ্বালাও-পোড়াওয়ে নিহত হন এক পুলিশ সদস্য। গুরুতর আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বেশকিছু স্থাপনা।
এসব ঘটনায় করা মামলায় দলের মহসাচিবসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেপ্তার হন তখন। এর মধ্যে সাত জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনের পর গত ২৬ এপ্রিল সমাবেশ ও মিছিলের ডাক দেয় বিএনপি। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, তীব্র গরমের কারণে কর্মসূচি পেছানো হয়েছে। পরে কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
একই দিন আওয়ামী লীগও সমাবেশ ডাকে। বিএনপি কর্মসূচি পেছানোর পর ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সেই সমাবেশেরজন্য পুলিশ অনুমতি দেয়নি।