ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগে ৩৯১ জন ছাত্রলীগ নেতাকর্মীর নামপরিচয় উল্লেখ করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সেদিনের হামলায় আহত ঢাবি শিক্ষার্থী মাহিন সরকার।
সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, ঢাবির ৩৯১ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতাদের নাম ও পরিচয় উল্লেখ করা শাহবাগ থানায় এ মামলা করা হয়েছে।