টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার বিকালে শহরের সন্তোষ এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের সন্তোষ এলাকার একটি ধানক্ষেতে কাজ করার সময় স্থানীয়রা মানুষের কঙ্কালটি দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, এখনও কোন নাম-পরিচয় পাওয়া যায়নি বা নিখোঁজ কোন ব্যক্তিরও তথ্য পায়নি। মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কঙ্কালটির ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হবে বলেও জানান ওসি।