ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজে জড়ো হন শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষোভ মিছিল বের করে, সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা।
আন্সোলনরত শিক্ষার্থীদের দাবি, ৭ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও এখনো কোনো সংকট কাটেনি। উল্টো দিনের পর দিন নানান জটিলতা বেড়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না হবে, ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কার্যক্রম চালিয়ে নেয়ার দাবি তাদের।
রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলনের কারণে যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ।