ঢাকা | বঙ্গাব্দ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়েছে।
  • | ২৪ অক্টোবর, ২০২৪
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ ছবি : সংগৃহীত।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। 


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩০ বছর।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অবতীর্ণ হতে পারবে বলেও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে।