দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে উড়ে এসে পড়েছে উত্তর কোরিয়ার আবর্জনাভর্তি একটি বেলুন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
সিউলের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বেলুনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও তার স্ত্রীকে বিদ্রূপ করে লেখা প্রচারপত্রও ছিল।
এর আগে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। সাধারণত প্রচারপত্রভর্তি বেলুন, মার্কিন ডলার এবং কখনো দক্ষিণ কোরিয়ার পপ গান ও নাটকভর্তি ইউএসবি ড্রাইভের মাধ্যমে ছড়ানো হত এসব অপপ্রচারে। উত্তর কোরিয়ায় এসব নাটক ও গানের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
এরপর গত মে মাস থেকে উত্তর কোরিয়াও দক্ষিণ কোরিয়ায় আবর্জনাভর্তি বেলুন পাঠানো শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস বলেছে, বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া থেকে উড়ে আসা একটি বেলুন আকাশে বিস্ফোরিত হয়। পরে প্রেসিডেন্ট কার্যালয়ের আশপাশে বেলুনের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পরে।
তবে নিরাপত্তা পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এটি বিপজ্জনক কোনো পরিস্থিতি সৃষ্টি করেনি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়টি বিপুলসংখ্যক সেনাবেষ্টিত। এটির ওপর দিয়ে কোনো উড়োজাহাজ যাওয়ার অনুমতি নেই। কিন্তু ব্যাপক নিরাপত্তার মধ্যেও দ্বিতীয়বারের মতো সেখানে উত্তর কোরিয়া থেকে আসা বেলুন ঢুকে পড়ল। এর আগে গত জুলাই মাসেও একই ঘটনা ঘটেছিল।