ঢাকা | বঙ্গাব্দ

ওড়িশায় আঘাত হেনেছে ‘দানা’, চলছে তাণ্ডব

‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শেষে ঘূর্ণিঝড়টি স্থলভাগ ছুঁয়েছে, যা ওড়িশার উপকূলীয় এলাকায় ব্যাপক দাপটের সৃষ্টি করেছে।
  • | ২৫ অক্টোবর, ২০২৪
ওড়িশায় আঘাত হেনেছে ‘দানা’, চলছে তাণ্ডব ‘দানা’

ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড়টি ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ে স্থলভাগে প্রবেশ করেছে। যেখানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে রয়েছে। ইতোমধ্যেই ঝড়ের মধ্যভাগ অতিক্রম শুরু হয়েছে এবং এর প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে।


ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, সকাল পর্যন্ত ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শেষে ঘূর্ণিঝড়টি স্থলভাগ ছুঁয়েছে, যা ওড়িশার উপকূলীয় এলাকায় ব্যাপক দাপটের সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের উপকূল এলাকাতেও ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়েছে।


ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘দানা’ যখন ওড়িশার ভিতরকণিকা ও ধামারা উপকূল দিয়ে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে, তখন ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।


কলকাতায় এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। তবে বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, যা সাধারণ বৃষ্টির মতোই মনে হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ঘূর্ণিঝড়ের তীব্র প্রভাব পড়ার আশঙ্কা কম। তবে দানা আরও এগিয়ে এলে কলকাতায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কায় আগেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঢেউয়ের উচ্চতা ৯ থেকে ১৪ ফুট পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।