কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন।
নিহতরা হলেন, ওই এলাকার নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩২) ও মেয়ে জারিয়া আকতার (৬)।
স্থানীয়দের বরাতে ওসি আরমান হোসেন বলেন, শুক্রবার দুপুরে বাড়ির কর্তা নুর আকতার স্থানীয় মসজিদে জুমার নামাজে যান। সেখান থেকে বাড়ি ফিরে কারো কোনো সাড়া না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এ সময় রান্না ঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েন নুর আকতার। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ঘরের ভেতর আলমারি ও অন্য মালামাল তছনছ অবস্থায় রয়েছে। কিছু একটা খুঁজেছে হত্যাকারীরা।
ওসি বলেন, স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, জুমার নামাজের সময় দূর্বত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। তবে কারা ও কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।