ঢাকা | বঙ্গাব্দ

বেঙ্গালুরুর পর পুনেতেও হারের শঙ্কায় ভারত

বেঙ্গালুরু টেস্টের হারের তিক্ত স্বাদ ভুলে পুনেতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ভারত। তবে স্বাগতিকদের কোনো সুযোগই দিচ্ছে না নিউজিল্যান্ড।
  • | ২৫ অক্টোবর, ২০২৪
বেঙ্গালুরুর পর পুনেতেও হারের শঙ্কায় ভারত দুই দিন শেষ হতেই জয়ের আভাস নিউজিল্যান্ড শিবিরে।

বেঙ্গালুরু টেস্টের হারের তিক্ত স্বাদ ভুলে পুনেতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ভারত। তবে স্বাগতিকদের কোনো সুযোগই দিচ্ছে না নিউজিল্যান্ড। ব্যাটে-বলে আধিপত্য করে মাত্র দুদিনেই জয়ের আভাস দিয়ে রেখেছে কিউইরা।


পুনে টেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার (২৫ অক্টোবর) ভারতকে ১৫৬ রানে অলআউট করার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। তাতে সফরকারীদের লিড ছাড়িয়েছে ৩০০ রান। প্রথম ইনিংসে ২৫৯ রান করেছিল তারা।


আগের দিন রোহিত শর্মার উইকেট হারিয়ে ১৬ রানে দিন শেষ করেছিল ভারত। যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল দ্বিতীয় দিনের শুরুটা ভালো করলেও স্থায়ী হতে পারেননি। তাদের বিদায়ের পর মিচেল স্যান্টনারের স্পিন তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয়দের ব্যাটিং লাইনআপ। জয়সওয়াল ও শুভমান সমান ৩০ রান করে আউট হন। এ ছাড়া বলার মতো রান শুধু জাদেজার ৩৮-র ইনিংস।

 

বিরাট কোহলি (১), রিশাভ পন্ত (১৮),  সরফরাজ আহমেদরা (১১) এদিন দলের ভরসা হয়ে দাঁড়াতে পারেননি। ৭ উইকেট শিকার করে কিউইদের প্রথম ইনিংসে ২৫৯ রানে আটকে দেয়ার নায়ক ওয়াসিংটন সুন্দর ব্যাট হাতে ১৮ রানে অপরাজিত ছিলেন। আর ভারতকে ১৫৬ রানে গুটিয়ে দেয়ার পথেও ৭ উইকেট শিকার করে কিউইদের নায়ক স্যান্টনার।

 

প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। ওপেনিংয়ে নেমে ডেভন কনওয়ের সঙ্গ না পেলেও একাই ছড়ি ঘুরান টম লাথাম। পুনের কঠিন স্পিন ট্র্যাকেও ব্ল্যাকক্যাপস অধিনায়ক করেন ৮৬ রান। তাকে আউট করেন সেই ওয়াশিংটনই। শুধু তাকেই নয়, শুক্রবারও ৪ উইকেট নেন ওয়াশিংটন। এ দিন তার শিকারের তালিকায় রয়েছেন ডেভন কনওয়ে (১৭), রাচিন রবীন্দ্র (৯) এবং ড্যারেল মিচেল (১৮)। সময়টা ভারতের জন্য সুখকর না হলেও ইতোমধ্যে ১১ ‍উইকেট ঝুলিতে পুরে সাড়ে তিন বছর পর টেস্ট প্রত্যাবর্তন রাঙাচ্ছেন ওয়াশিংটন। দিনের শেষে ২২ গজে অপরাজিত রয়েছেন টম ব্লান্ডেল (৩০) এবং গ্লেন ফিলিপস (৯)।

 

পুনে টেস্টের এখনো তিন দিন বাকি। ম্যাচের যে পরিস্থিতি তাদের নিউজিল্যান্ডের জয় একপ্রকার নিশ্চিত। অবিশ্বাস্য কিছু না করলে এ ম্যাচে ভারতের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বেঙ্গালুরুতে ৮ উইকেটে হেরেছিল ভারত। পুনেতেও হারলে ২০১২ সালের পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারবে তারা।

 

সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়াবে আগামী ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।