ঢাকা | বঙ্গাব্দ

ইরানে হামলায় সব লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু

ইরানে চালানো শক্তিশালী হামলায় ‘সব লক্ষ্য’ অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
  • | ২৭ অক্টোবর, ২০২৪
ইরানে হামলায় সব লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানে চালানো শক্তিশালী হামলায় ‘সব লক্ষ্য’ অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেইসঙ্গে হামলাটি ‘নিখুঁত’ ও ‘শক্তিশালী’ ছিল বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৭ অক্টোবর) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন নেতানিয়াহু। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ইসরাইল। হিব্রু বর্ষপঞ্জি অনুযায়ী সেই হামলার বর্ষপূতি আজ রোববার। সেই উপলক্ষে তিনি এ ভাষণ দেন।

নেতানিয়াহু বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম ইরানের হামলার জবাব দেয়া হবে এবং শনিবার আমরা হামলা চালিয়েছি...হামলাটি ছিল নিখুঁত ও শক্তিশালী। এর মধ্য দিয়ে সব লক্ষ্য অর্জিত হয়েছে।’

এর আগে ১ অক্টোবর ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল।

সেই হামলা সম্পর্কে রোববারের ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ইরান কয়েকশ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালিয়েছিল। কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছিল।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের বিমানবাহিনী ইরানে হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় আঘাত করেছে।’

উল্লেখ্য, শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরাইল। এতে চার ইরানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইরানে চালানো ইসরাইলি হামলায় চারজন সেনা নিহত হয়েছেন।

হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। যে কয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তাতে কিছু জায়গায় ‘খুব সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।