মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুদিন ধরে নিখোঁজ থাকা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর আলিফ (১৬) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের ছেলে।
চলতি বছর স্থানীয় ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
আজ মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে ৯টার দিকে হোসেন্দী এলাকার সিটি অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে এটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত (৫ মে) রবিবার দুপুর ১টার দিকে আরেক বন্ধুকে নিয়ে নিখোঁজ আলিফ মেঘনা সেতু সংলগ্ন তেতুইতলা এলাকায় গোসলে নামে। পরে সে ঢেউয়ের তোরে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।