ঢাকা | বঙ্গাব্দ

বিগত তিন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি কাল

বিগত তিন নির্বাচন অর্থাৎ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
  • | ২৮ অক্টোবর, ২০২৪
বিগত তিন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, শুনানি কাল ফাইল ছবি

বিগত তিন নির্বাচন অর্থাৎ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আগামীকাল হাইকোর্টের একটি বেঞ্চে রিটের শুনানির কথা রয়েছে।


এদিন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।


সোমবার (২৮ অক্টোবর) সকালে হাইকোর্টে এ রিট দায়ের করেন দুই সমন্বয়ক। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


এর আগে গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি তখন খারিজ করে দিয়েছিলেন।