পদত্যাগ করেছেন পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেট দলের কোচ গ্যারি কারস্টেন। নিয়োগের ছয় মাস পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চলমান ক্ষমতার দ্বন্দ্বের কারণে পদত্যাগ করেছেন এই দক্ষিণ আফ্রিকান।
পাকিস্তানের আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে এবং টি২০ স্কোয়াড ঘোষণা হওয়ার পরদিনই কারস্টেন দল থেকে সরে দাঁড়িয়েছেন। ঘোষিত স্কোয়াডে তার কোনো ভূমিকা ছিল না বলেই ধারণা করা হচ্ছে।
টেস্ট দলের কোচ এই দুই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। তবে তাকে কারস্টেনের স্থায়ী পরিবর্তে হিসেবে নিশ্চিত করা হয়নি।
পিসিবি এক্স-এ দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, 'গ্যারি কারস্টেনের পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর, আগামী মাসে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সফরে পাকিস্তান দলের কোচ হবেন জেসন গিলেস্পি।
কারস্টেন এবং গিলেস্পিকে যথাক্রমে ওয়ানডে, টি২০ এবং টেস্ট দলের কোচ হিসেবে এপ্রিলে নিয়োগ দেওয়া হয়েছিল। বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান দলের সাম্প্রতিক ফর্মহীনতা কাটাতে তাদের নিয়োগে নতুন আশার সঞ্চার হয়েছিল এবং তাদের দল নির্বাচনের ব্যাপারে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তবে সম্প্রতি পিসিবি নতুন নির্বাচনী কমিটি গঠন করে, যার নেতৃত্বে আছেন সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। কমিটিতে আরও আছেন আইসিসি এলিট আম্পায়ার আলিম দার, সাবেল খেলোয়াড় আজহার আলী ও আসাদ শফিক এবং ক্রিকেট বিশ্লেষক হাসান চীমা।
তবে কারস্টেন ও গিলেস্পিসহ টেস্ট এবং সীমিত ওভারের ক্যাপ্টেনদেরকেও নির্বাচনী প্যানেল থেকে বাদ দেওয়া হয়। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের পর রোববার ওয়ানডে ও টি২০ স্কোয়াড ঘোষণার সময়ও তাদের অন্তর্ভুক্তি ছিল না।
পাকিস্তানের সীমিত ওভারের নতুন অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান এবং সহ-অধিনায়ক হিসেবে অলরাউন্ডার সালমান আলি আঘাকে নিয়োগ করা হয়েছে। স্কোয়াড ঘোষণার পর, পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির সাথে আকিব জাভেদ রিজওয়ানের নিয়োগের ঘোষণা দেন, তবে সেখানে কারস্টেনের নামের উল্লেখ ছিল না।